জেলায় সাম্প্রতি টানা বর্ষণ ও অতি জোয়ারে সৃষ্ট বন্যায় ৬ হাজার ৯’শটি মাছের পুকুর-ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৮০ জন মৎস্য চাষি। ভেসে গেছে প্রায় ১ হাজার ১৭৩ মে. টন মাছ। এর মধ্যে ৮৬ লাখ রয়েছে মাছের পোণা। আর এতে মোট ক্ষতি ধরা হয়েছে ১৪ কোটি ৩৮ লক্ষ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, বন্যায় জেলায় মোট ৩৮৬ হেক্টর জমির মাছের পুকুর-ঘের ভেসে গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৫৪১টি, দৌলতখানে ৭০টি, বোরহানউদ্দিনে ৩২০টি, তজুমদ্দিনে ৯৮০টি, লালমোহনে ১৫টি, চরফ্যাসনে ৩ হাজার ১০০টি ও মনপুরায় ১ হাজার ৯০০টি।
তিনি আরো বলেন, যে সমস্ত পুকুর বা ঘেরের পাড় নিচু ছিলো সাধারণত সেসব বেশি ক্ষতি হয়েছে। আবার অনেকে চারপাশে আগাম জাল দিয়ে রেখেছে। তাদের ক্ষতি কম হয়েছে। ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে সরকার একটি কর্মসূচি হাতে নিয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান