ভোলা শহরে তুলার গোডাউনে অগ্নিকান্ড

জেলা শহরের ওয়াস্টার্ন পাড়ার জামিরলতা এলাকায় গতরাতে অগ্নিকান্ডে একটি তুলার গোডাউনসহ একটি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস স্টেসনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো: সুমন জানান, সোমবার রাত ১০ টার দিকে মো: মনির হোসেন’র মালিকানাধীন তুলার গোডাউনে আগুন লাগলে মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তুলার গোডাউনসহ পাশের একটি বসত ঘর পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে বলে জানান তিনি। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান