জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হচ্ছে। ইতোমধ্যে এটি চালু করতে নির্মাণ কাজ শুরু হয়েছে। যা চলতি মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীরা সবচে বেশি উপকৃত হবে। কারণ করোনায় আক্রান্তদের হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। যা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এর মাধ্যমেই সম্ভব হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সিরাজউদ্দিন বাসস’কে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভোলার হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর উদ্যেগ নেয়া হয়েছে। সাধারণত আমরা নির্দিষ্ট মাত্রায় সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দিয়ে থাকি। কিন্তু করোনার রোগীদের বিশেষ ক্ষেত্রে আরো উচ্চমাত্রায় অক্সিজেন প্রয়োজন। যেটা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম দিয়ে সম্ভব। হাসপাতালের চতুর্থ তলার করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রয়েছে। সেখানে রোগীর বিছানা পর্যন্ত অক্সিজেন লাইন স্থাপনের মাধ্যমে সংযোগ দেয়া হবে।
তিনি আরো জানান, বর্তমানে অক্স্রিজেন সংরক্ষণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্যাংক স্থাপনের কাজ চলছে। এটি হয়ে গেলে সেখান থেকে রোগীদের বিছানায় অক্সিজেন বিতরণ হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেয়া হয়েছে। আরো ক্যানুলা কিভাবে পাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করছি।
হাসপাতালের চিকিৎসক মো: মহিবুল্লাহ বলেন, এটি চালু হলে করোনা রোগীদের বরিশাল বা ঢাকায় নেয়ার দরকার হবেনা। এখানেই তারা চিকিৎসা পাবে।