করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত পুরো পৃথিবীর বিজ্ঞানীরা। তাদের মধ্যে চীনা বিজ্ঞানীদের দাবি তারা ৯৯% নিশ্চিত যে ভ্যাকসিনটি কার্যকর হবে। সম্প্রতি বেইজিংভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাকের গবেষকেরা এ নিশ্চয়তা দেন।
স্কাই নিউজ প্রথম ব্রিটিশ সম্প্রচারমাধ্যম হিসেবে সিনোভ্যাকের গবেষণাগার পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদন অনুসারে, বেইজিংভিত্তিক বায়োটেক সংস্থাটি ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে। সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনটি ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। এটি নিরাপদ কি না, তা পরীক্ষা করতে এক হাজার স্বেচ্ছাসেবীকে এ ভ্যাকসিন দেয়া হচ্ছে।
সিনোভ্যাকের গবেষকেরা বলেন, ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে তারা যুক্তরাজ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সিনোভ্যাকের গবেষক লুও বৈশান বলেন, এটা অবশ্যই সফল হবে। ৯৯% শতাংশ নিশ্চিত।