কোনো ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
ট্রাম্প বলেন, আমি শুধু ডাক্তারদের কথার ওপর নির্ভর করি, এটি চলে যেতে চলেছে, এবং আমরা আশা করছি, কিছু সময়ের পরে এটি আর দেখা যাবে না।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ বিষয়ে নানান মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে চীনাভাইরাস আখ্যায়িত করে এর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছেন তিনি।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।
সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।