যুক্তরাষ্ট্রের তুলনায় ইইউ’র জনগণকে উচ্চহারে ভ্যাকসিন প্রদান করায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা শনিবার ভ্যাক্সিনেশন কার্যক্রম উদযাপন করেছে। কয়েক মাস ধরে তারা এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালায়।
ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন টুইটারে লিখেছেন, “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা সম্পন্ন হয়েছে। ইইউ এই সপ্তাহে বিশ্বের সবচেয়ে বেশী প্রথম ডোজ দিয়ে আমেরিকা মহাদেশকে পেছনে ফেলে দিয়েছে।”
আওয়ার ওয়াল্ড ইন ডাটা ওয়েবসাইটের পরিসংখ্যান তুলে ধরে ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউনে লিখেছেন, “ইইউ ৫৫.৫ শতাংশ লোককে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছে, যেখানে আমেরিকা মহাদেশে এই ভ্যাকসিনের হার ৫৫.৪ শতাংশ।
২০২১ সালের শুরুতে ভ্যাকসিন কৌশল নিয়ে ব্রাসেলস’র ব্যাপক সমালোচনা হয়, এ সময় ভ্যাকসিন সরবরাহে ইইউ বৃটেন ও যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে পড়ে।