গত কয়েকমাস আগেও ভ্যাট ঢাকা পূর্ব কমিশনারেটের আওতাধীন বাংলাদেশ আয়রন স্টীল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য ব্যবসায়ীরা কেউই দাখিলপত্র জমা দিতেন না। কমিশনারেট হতে তাদের সচেতন করা শুরু হলে কয়েকমাস ধরে কেউ কেউ তা দেওয়া শুরু করেন। ভ্যাট বিষয়ে সচেতনতা না থাকায় তারা এতদিন সঠিকভাবে ভ্যাট দিতেন না। ৩০ নভেম্বর তাদের পূর্ব কমিশনারেটের সোনাইল সম্মেলন কক্ষে কমিশনার মো. জামাল হোসেনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করা হয় ।
তাদের প্রশিক্ষণ দেন পূর্ব কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন। এ প্রশিক্ষণকে ঘিরে সংগঠনের সব সদস্যের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। শুরুতে ৫১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের কথা থাকলেও ১৫৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত হন। প্রশিক্ষণে চালান ইস্যু, চলতি হিসাব রাখা, মূল্য ঘোষণা, রেয়াত এবং দাখিলপত্র তৈরি শিখানো হয়। পূর্ব কমিশনারেটভুক্ত তাদের সব প্রতিষ্ঠান নভেম্বর মাস হতে নিয়মিত দাখিলপত্র জমা দিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তারা সার্কেল অফিসের সহায়তা কামনা করেছেন।
তাদের সে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসোসিয়েশন অফিসে তারা একটি ভ্যাট সহায়তা কেন্দ্র স্থাপন করেছেন। সেখান থেকে তারা তাদের সদস্যদের অনলাইন ভ্যাট নিবন্ধনসহ আইনি সব সহায়তা দিয়ে থাকেন।
আজকের বাজার: এস এস/আরআর/৬ ডিসেম্বর ২০১৭