নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন হলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার সুযোগ নেই বলে দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার,৩০এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৮তম সভায় এমন মন্তব্য করেছেন ‘ভ্যাট অনলাইন প্রকল্প’ সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে।
এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ-গ্যাসে ভ্যাট বাড়ার প্রভাব পড়বে বলে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত তথ্য তার সম্পূর্ণ বিপরীত। গ্যাসের উপর বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট আরোপিত আছে। নতুন আইনেও ১৫ শতাংশ ভ্যাট থাকছে। ফলে নতুন ভ্যাট আইন কার্যকরের পর গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই।
তারা আরও জানান, গ্যাসের ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আসবে। এতে ভ্যাটের পরিমাণে কোনো পরিবর্তন হবে না। ফলে ভ্যাটের জন্য গ্যাসের মূল্য পরিবর্তন হবে না। বিদ্যুতে বর্তমানে ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপিত আছে। নতুন আইনে ১৫ শতাংশ ভ্যাট থাকছে। তা সত্ত্বেও ব্যবসায়ীদের বিদ্যুৎ বিলে ভ্যাটের প্রভাব কমবে। কারণ বিদ্যুৎ বিলের ভ্যাটে ৮০ শতাংশ রেয়াত পান ব্যবসায়ীরা।
উদাহরণ দিয়ে তারা বলেন, ১ ইউনিট বিদ্যুতের বর্তমান মূল্য ৯ টাকা হলে ৫ শতাংশ হারে ভ্যাট আসে শূন্য দশমিক ৪৫ টাকা। অর্থাৎ প্রতি ইউনিটের জন্য ক্রেতার ব্যয় ৯.৪৫ টাকা। কিন্তু এ নতুন আইনে ১৫ শতাংশ হিসেবে ৯ টাকায় ১.৩৫ টাকা ভ্যাট আসলে ভ্যাটে ৮০ শতাংশ বা প্রায় ১.২৩ টাকা রেয়াত পাবেন ব্যবসায়ীরা। ফলে তাদের পরিশোধ করতে হবে ৯.২২ টাকা। বর্তমান ভ্যাটসহ মূল্যকে এমআরপি হিসেবে ঘোষণার জন্য বিদ্যুৎ বিভাগকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে পরামর্শক সভায় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঞ্চালনায় সভায় এফবিসিসিআইসহ দেশের সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/৩০এপ্রিল,২০১৭