ভ্যাট আইন নিয়ে এনবিআর গবেষণা,রোববার মতবিনিময়

অর্থনীতিতে নতুন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সম্ভাবনা ও এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে গবেষণার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলতি অর্থবছর থেকে নতুন এ আইন বাস্তবায়নের কথা থাকলেও তা দুই বছরের জন্য স্থগিত করে সরকার। দুই বছর সময় পাওয়ায় এ গবেষণার সুযোগ পেয়েছে এনবিআর। বেসরকারি গবেষণা সংস্থা, ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ী সমিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে এ গবেষণার রূপরেখা তৈরি করা হবে।

রূপরেখা তৈরি করতে ৮ অক্টোবর রোববার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্পের উদ্যোগে এসব সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গবেষণা সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সিপিডি, পিআরআই, বিআইডিএস, আইজিসি, বাংলাদেশ অর্থনীতি সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ।

এফবিসিসিআই, এমসিসিআই। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট এর চেম্বার ও মেট্টোপলিটন চেম্বার এর প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন করে এনবিআর। সেজন্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সচেতনতা তৈরির কাজও করে এনবিআর। এছাড়া নতুন ভ্যাট আইনের কি কি সম্ভাবনা রয়েছে এবং এ আইনের ফলে কোন কোন খাতে প্রভাব পড়তে পারে এ বিষয়ে এনবিআর সকল হিসাব-নিকাশ শেষ করে।

কি কি সম্ভাবনা ও প্রভাব পড়তে পারে এ বিষয়ে গবেষণা করে প্রতিবেদন দিতে দেশের সব বেসরকারি গবেষণা সংস্থাকে অনুরোধ করে এনবিআর। কিন্তু পিআরআই ছাড়া কোন প্রতিষ্ঠান গবেষণায় রাজি হয়নি। সূত্র আরও জানায়, গবেষণা সংস্থা পিআরআই নতুন ভ্যাট আইন নিয়ে একটি গবেষণা করলেও তা পূর্ণাঙ্গ নয়। পরবর্তীতে এনবিআর নতুন করে গবেষণার উদ্যোগ নিলেও অর্থবছর প্রায় শেষ হয়ে যায়। নতুন আইন বাস্তবায়নের দুইবছর সময় পাওয়ায় এ উদ্যোগ নিয়েছে এনবিআর। এ গবেষণায় অর্থনীতিবিদ, ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া নতুন আইন বাস্তবায়নের ফলে কোন খাত থেকে কি পরিমাণ রাজস্ব বাড়বে, কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে এসব বিষয় তুলে আনা হবে।

গবেষণার বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের একজন কর্মকর্তা জানান, নতুন আইনের ফলে অর্থনীতিতে কি কি ইমপ্যাক্ট পড়তে পারে সে বিষয়ে গবেষণা করতে এ মতবিনিময় সভার আয়োজন। তিনি বলেন, এ গবেষণা দেশের সকল বেসরকারি গবেষণা সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবে। পূর্ণাঙ্গ গবেষণা হলে এ আইন নিয়ে আর কোন বির্তক থাকবে না।

আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭