ভ্যাট আইন স্থগিতে রাজস্ব ক্ষতি হবে না

নতুন ভ্যাট আইন স্থগিত হলেও রাজস্ব আদায়ে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই)।

শনিবার এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এ মন্তব্য করেন। তিনি বলেন,নতুন ভ্যাট আইন বাস্তবায়ন স্থগিতে রাজস্ব আয়ে প্রভাব পড়বে না। তবে রাজস্ব সংগ্রহে দুর্নীতি বন্ধ করতে হবে; একইসঙ্গে কর আদায়ের আওতা বাড়াতে হবে। একইসঙ্গে নতুন ভ্যাট আইন স্থগিত এবং ব্যাংকের আবগারি শুল্ক কমানোর কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দুর্নীতি বন্ধ হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। দুর্নীতি কমাতে পারলে ভ্যাট আদায়ের পরিমাণও বাড়বে। ব্যবসায়ীরা হয়রানিমূলক ভ্যাট-ট্যাক্স চান না। সেক্ষেত্রে এনবিআরের অসহযোগিতামূলক আচরণ বন্ধ করতে হবে। এনবিআরের সক্ষমতা আরও বাড়াতে হবে।

এই সংবাদ সম্মেলনে বিজিএমইয়ের সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএয়ের সভাপতি এ.কে.এম. সেলিম ওসমান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনতাকিম আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরআর/ ০১ জুলাই ২০১৭