ভ্যাট আগের মতোই ১৫%

সকল জলপনা কল্পনা শেষে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আগামী ১ জুলাই থেকে বাস্তবায়িত হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

একই সাথে ১৯৯১ সালের মূসক আইনে ভ্যাট যে ১৫ শতাংশ ছিল তা নতুন আইনেও বহাল রাখার প্রস্তাব করেছেন তিনি। যদিও ব্যবসায়ীরা এ হার কমানো বা অভিন্ন করার প্রস্তাব করে আসছেন। ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে গেছেন। আমি ভ্যাটের হার ১৫ শতাংশেই বহাল রাখার প্রস্তাব করছি।

মুহিত বলেন, মূল্য সংযোজন কর এক ও অভিন্ন হারে প্রয়োগ করা হবে এবং আগামী তিন বছর তা অপরিবর্তিত থাকবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭