অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,ভ্যাট আইনের বিষয়ে আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন। আমিও বলবো। এর আগে এ বিষয়ে জানানোর কোনো সুযোগ নেই।
২০ জুন মঙ্গলবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের ৬৪ কোটি টাকার লভ্যাংশের চেক গ্রহণ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে সংসদে আলোচনা চলছে। তাই আমি এখন কথা বলব না। যা বলার ২৮ জুন বলবো।
গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মাল মুহিত সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। তিনি বাজেটে সব পণ্যে অভিন্ন ১৫ শতাংশ ভ্যাট রাখার প্রস্তাব দেন। ইতোমধ্যে এ ভ্যাট হার কমানোর দাবি উঠেছে নানা প্রান্ত থেকে।
অর্থমন্ত্রী বাজেটে বলেন, ১৯৯১ সাল থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে গেছেন। আমি ভ্যাটের হার ১৫ শতাংশেই বহাল রাখার প্রস্তাব করছি।
মুহিত বলেন, মূল্য সংযোজন কর এক ও অভিন্ন হারে প্রয়োগ করা হবে এবং আগামী তিন বছর তা অপরিবর্তিত থাকবে।
২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করার কথা ছিল গত বছরের ১ জুলাই থেকে। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে তা পিছিয়ে দেয় সরকার।
তখন বিদ্যমান প্যাকেজ ভ্যাটের হার বাড়িয়ে বলা হয়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হবে। ব্যবসায়ীরা তা আরও পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে এলেও শেষ পর্যন্ত আগের সিদ্ধান্তেই অটল থাকলেন মুহিত।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ জুন ২০১৭