ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিতে দেশের মানুষকে সচেতন করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা।
রোববার ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
অভিনেতা মীর সাব্বির জাতীয় ভ্যাট দিবসের আয়োজন করায় এনবিআরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্যাট প্রদানে মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে যারা ব্যবসা করেন। ভ্যাট বিষয়ে মানুষকে সচেতন করতে শিল্পী সমাজের নানা ভূমিকা রয়েছে।আমরা সব সময় এনবিআরের পাশে আছি, থাকবো।
বাংলাদেশ রাজস্ব আহরণের মধ্য দিয়ে সামনের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা আরও যেন এগিয়ে যেতে পারে সেজন্য সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে সাব্বির বলেন,মানুষকে সচেতন করতে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই সহযোগিতা করবে। সবাই এনবিআরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ভবিষ্যতেও থাকবে।
চিত্রনায়ক ফেরদৌস বলেন,আমি শিল্পী হিসেবে আমার অভিনয়ের মাধ্যমে যদি মানুষকে রাজস্ব বিষয়ে কিছুটা হলেও সচেতন করতে পারি তাহলেই আমি ভাববো আমার শিল্পী জীবনের স্বার্থকতা। টিভিসিতে একটি ট্যাগলাইন খুবই ভালো লেগেছে। তা হল দশের টাকায় দেশের উন্নয়ন।
তিনি বলেন, প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যদি সরকারকে সহযোগিতা করতে পারি তবেই সরকার আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। আমার আয়ের একটি অংশ যদি আমি সরকারকে দেই তবেই সরকার তা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এ বিশ্বাস সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, অল্প আয় থেকেও যে কর দিলে সম্মাননা পাওয়া যায় তা এবার আমি বুঝলাম। আয়কর কথা শুনলেই আমাদের সাধারণ মানুষের মাঝে একটি ভীতি ঢুকে যায়। নিয়মিত কর দিলে নিজেকে সৎ নাগরিক মনে হয়।যেকোনো পেশায় নিজেকে সৎ ভাবলে সামনে এগিয়ে যাওয়ার সাহস লাগে।
তিনি বলেন,আমরা যে ভ্যাট দিচ্ছি তা সঠিকভাবে সরকারের কোষাগারে যাচ্ছে কী না তা দেখা আমাদের সবার দায়িত্ব।আমরা ভ্যাট দেই, কিন্তু চালান নেই না। সবার চালান চেয়ে নেওয়া উচিৎ। নুহাশ পল্লীতে প্রবেশের সময় টিকেটের ওপর ভ্যাট নেওয়া এবং তা সঠিকভাবে, নিয়ম মেনে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। এছাড়া হুমায়ুন আহমেদের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেই নিয়ম মেনে ভ্যাট দেওয়া হয়।
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবু বলেন, আমি সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স দেই। সেজন্য নিজেকে নিয়ে গর্ববোধ করি। রাজস্ব নিয়ে মানুষের মাঝে যে ভয় ছিল তা আস্তে আস্তে কেটে গেছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ২০৪০ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবে।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভ্যাট দিবসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন,আমরা প্রতিবছর র্যালি করতাম। র্যালিতে আমরা রাজস্ব পরিবার থেকে আমরা সমবেত হই। আমাদের সাথে অতিথি হিসেবে সংস্কৃতি, ক্রীড়া জগতের দিকপালরা এসে আমাদের সঙ্গে মিলিত হন। এবার প্রকৃতিও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। জাতীয় ভ্যাট দিবস ত্রিমাত্রিক সমাবেশ ও র্যালি হচ্ছে। এটা এবার জাতীয় ভ্যাট দিবসের বড় পাওনা।
তিনি বলেন, এবার ভ্যাটে তিনটি মাত্রা যোগ হয়েছে। প্রথমত ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বৃষ্টি ভেজা দিনে আমাদের সঙ্গে আত্মপ্রত্যয়ী সাংস্কৃতিক কর্মীরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।
চেয়ারম্যান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু অর্থনীতি নিয়ে ভাবনা হয়; কিন্তু সমাজ নিয়েও ভাবতে হবে। সেজন্য আমরা সামাজিক ব্যক্তিত্বদের এসব আয়োজনে আমন্ত্রণ জানাই। তবে এবার প্রকৃতিকে নিয়েও ভাবতে হবে।অর্থনীতি, সামজিক ও প্রাকৃতিক এ তিনটি ক্ষেত্রেই রাজস্ব যাতে সঠিক অবদান রাখে, জনকল্যাণ হয়, প্রাকৃতিক সৌন্দর্য্য যেন নষ্ট না হয় এবং অর্থনৈতিক উন্নতি সাধিত হয় সে চেষ্টা করছে এনবিআর।
অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক, সুলতান মো. ইকবাল, আশফাক হোসাইন, ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন,জাতীয় ভ্যাট দিবস র্যা লির আহ্বায়ক শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে এনবিআরের সামনে খোলা জিপে শিল্পীদের নিয়ে এনবিআর চেয়ারম্যান বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭