আগামী ২০১৭-১৮ অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিড)।
আজ ১৭ জুন শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বাজেট সংলাপে এমন আশঙ্কা প্রকাশ করে সিপিডি।
ফাহমিদা খাতুন বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে বিদ্যুৎ বিলের সঙ্গে ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এর ফলে বিদ্যুতের দাম বাড়বে। এছাড়া গ্যাসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।
তাই এশিয়ার আন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ভ্যাট হার ১২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
বাজেট আলোচনায় উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানসহ আরও অনেকে।
আজকের বাজার: এলকে/এলকে ১৭ জুন ২০১৭