অল ইতালিয়ান শেষ ১৬’র লড়াইয়ে ভ্যালেন্সিয়াকে পাত্তাই দেয়নি প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা আটালান্টা। সিরি-এ লিগ সতীর্থ দল ভ্যালেন্সিয়াকে প্রথম লেগে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্নে এখন বিভোর হয়ে উঠেছে গিয়ান পিয়েরো গাসপেরিনির দল। ম্যাচ শেষে গাসপেরিনি তার দলের প্রশংসা করে বলেছেন এই জয় কখনই ভোলার নয়। ডাচ উইং-ব্যাক হ্যানস হেটবোয়ার ১৬ ও ৬২ মিনিটে দুই গোল করেছেন। তার মাঝে বাকি দুটি গোল করেছেন জোসিপ ইলিসিস ও রেমো ফ্রেউলার। গাসপেরিনি বলেন,‘এই রাতটা আমাদের সকলের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। এই ফলাফলের পুরোটাই ছিল আবেগে ভরা।’
নিজেদের স্টেডিয়ামটি উয়েফা আইনানুযায়ী সকল সুযোগ সুবিধা পরিপূর্ণ করতে না পারায় আটালান্টাকে গতকাল সান সিরোতে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দিতে হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার আটালান্টা সমর্থক। ভ্যালেন্সিয়ার হয়ে ডেনিশ চেরিশেভ এক গোল পরিশোধ করলেও তা আগামী মাসে দ্বিতীয় লেগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে বিদায়ের হাত থেকে কতটুকু বাঁচাতে পারবে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। এই মাঠেই পেনাল্টিতে বায়ার্ন মিউনিখের কাছে ২০০১ সালের ফাইনালে ভ্যালেন্সিয়া পরাজিত হয়েছিল।
গ্রুপ পর্বে আয়াক্স ও চেলসিকে পিছনে ফেলে শীর্ষ দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছিল লা লিগায় সপ্তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া। কিন্তু ইনজুরি ও নিষেধাজ্ঞার কারনে বেশ কয়েকজন খেলোয়াড় কাল দলে ছিলেন না। ভ্যালেন্সিয়ার কোচ এ্যালবার্ট সেলাডেস বলেছেন,‘৪-১ গোলের পরাজয় হঠাৎ করেই সবকিছু কঠিন করে দিয়েছে। আজ আমরা সবদিক থেকেই আটালান্টার থেকে পিছিয়ে ছিলাম।’ এদিকে গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচেই পরাজিত হবার পরও আটালান্টা ম্যানচেস্টার সিটির পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছিল। গাসপেরিনি বলেছেন,‘তিন গোলে এগিয়ে থাকাটা দারুন স্বস্তির বিষয় ছিল। কিন্তু তারপরেও বেশ কিছু বিপদজনক মুহূর্তের মুখোমুখি আমাদের হতে হয়েছিল। ভ্যালেন্সিয়ায় খেলতে যাবার আগে এই বিষয়গুলোর অবশ্যই উন্নতি করতে হবে। এই জয়ে বিশেষ করে ভালভাবে এগিয়ে থাকার বিষয়টিতে আমরা সকলেই স্বস্তিতে আছি।’
প্রথমার্ধের প্রায় পুরোটাই টুর্নামেন্টে অভিষিক্ত দলটির দখলে ছিল। আট মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন আটালান্টার ক্রোয়েট মিডফিল্ডার মারিও পাসালিচ। কিন্তু ভ্যালেন্সিয়া গোলরক্ষক জাউমে ডোমেনেচ দারুন দক্ষতায় তা কর্ণারের সাহায্যে রুখে দেন। ১৬ মিনিটে আলেহান্দ্রো গোমেজের লো ক্রস থেকে হেটবোয়ারের গোলে এগিয়ে যায় আটালান্টা। মৌসুমে এটি ছিল হেটবোয়ারের প্রথম গোল। ৩০ মিনিটে ফেরান টোরেসের শট পোস্টে লাগলে ভ্যালেন্সিয়া সমতা ফেরাতে ব্যর্থ হয়। পাসালিচের পাস থেকে ইলিসিচের শক্তিশালী শট বিরতির তিন মিনিট আগে আটালান্টার ব্যবধান দ্বিগুন করে। এর আগে মার্টিন ডি রুন ও গোমেজ দুটি সুযোগ হাতছাড়া করে।
বিরতির পর গাসপেরিনির দলের তৃতীয় গোলে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন সুইস মিডফিল্ডার ফ্রেউলার। পাঁচ মিনিট পর হেটবোয়ার নিজের দ্বিতীয় গোল করলে আটালান্টার চ্যাম্পিয়ন্স লিগে এক ভিন্ন রেকর্ড সৃষ্টি হয়। প্রথম মৌসুমে খেলতে নেমেই তাদের ১২টি গোল ১০টি ভিন্ন খেলোয়াড়ের সাহায্যে হওয়ায় এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে এক ভিন্ন ঘটনা। ম্যাক্সি গোমেজ সফরকারীদের হয়ে গোল পরিশোধের দারুন একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার দূর্বল শট দারুন দক্ষতায় আটকে দেন আটালান্টা গোলরক্ষক পিয়েরলুইগি গোলিনি। ৬৬ মিনিটে অবশ্য চেরিশেভ কোন ভুল করেননি। তার এই এ্যাওয়ে গোলে আগামী মাসে মেস্টালায় কিছুটা হলেও আশা নিয়ে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান