স্প্যানিশ লা-লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের ১৫ মিনিটে ফিলিপ কোতিনহোর অ্যাসিস্ট থেকে ফিনিশিং টানেন লুইস সুয়ারেজ। ১-০ তে এগিয়ে থেকে আক্রমণের ধার বাড়িয়ে দিলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি আরনেস্তো ভালভার্দের ছেলেরা।
দ্বিতীয়ার্ধে আবারও কোতিনহোর অ্যাসিস্ট, সেখান থেকেই জাল কাঁপান স্যামুয়েল উমতিতি। ২-০তে পিছিয়ে পড়ে ৮৭ মিনিটে পেনালটি থেকে একটি গোল শোধ করে আশা জাগালেও কাজের কাজ হয়ে ওঠেনি ভ্যালেন্সিয়ার।
শেষ পর্যন্ত ২-১ এর ফলাফল বহাল থাকায় পূরো তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ধরা ছোঁয়ার বাইরে থাকা বার্সার পয়েন্ট ৮২।
আজকের বাজার/আরজেড