ভ্যালেন্সিয়ার কাছে লজ্জার হার মেসিদের

লা লিগায় এ মৌসুমে ঘরের মাঠ অপরাজিত থেকেই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে ভ্যালেন্সিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় তুলে নিয়ে সেই অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল তারা। অন্যদিকে নতুন কোচ সেতিয়ানের অধীনে প্রথম হারের মুখ দেখল বার্সা।

শনিবার রাতে (২৫ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা দলে আসে সাতটি পরিবর্তন। লিওনেল মেসির সঙ্গে ফিরলেন গোল পোস্টের নিচে মার্ক আন্দ্রে-টের স্টেগান। পূর্ণ শক্তির দল নিয়েই ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামে বার্সেলোনা। তবে পূর্ণ শক্তির দল নিয়েও দিন শেষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে কাতালানরা।

ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনা শেষবার হেরেছিল ২০০৭ সালে। এরপর একে একে কেটে গেছে ১৩ বছর, আর গত রাতে প্রথমবার হারের মুখ দেখলো মেসিরা। হারের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল মেসিরা। তবে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নি:শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আজ (রোববার) রাতে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে হার এড়াতে পারলেই শীর্ষে উঠে যাবে জিনেদিন জিদানের দলটি।

আজকের বাজার/লুৎফর রহমান