ভ্রমণ ভিসা দেবে সৌদি আরব

বড় ধরনের আর্থিক সংস্কারের পথে থাকা সৌদি আরব আরও একটি আলোচিত সিদ্ধান্ত নিয়েছে। দেশটি ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে। সৌদি আরবের আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে রোববার আরব নিউজ এই তথ্য জানিয়েছে।

তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে।

তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের নির্বাহী সদস্য জামাল আল ফাখরি বলেন, ভ্রমণ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের পছন্দের গন্তব্য হবে সৌদি আরব। এতে দেশটিতে বেসরকারি বিনিয়োগ বাড়বে, নতুন নতুন কর্মসংস্থান হবে।

সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তু আল কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে।

তেল নির্ভর সৌদি আরব বর্তমানে বেশ আর্থিক চাপে রয়েছে। দীর্ঘদিন তেলের দাম অনেক নিচে থাকায় দেশটি ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। এমন অবস্থায় তেলের উপর নির্ভরতা কমাতে যুবরাজ সালমান নানামুখী পরিকল্পনা নিচ্ছেন। এর মধ্যে পর্যটন অন্যতম। রক্ষণশীল সৌদি আরবে এমন একটি শহর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে নারীরা বিকিনি পরে ঘুরতে পারবে।

আজকের বাজার:এলকে/এলকে ৩০ অক্টোবর ২০১৭