নতুন স্নাইপার রাইফেল তৈরি করেছে রাশিয়া।রাইফেলের নাম সুমরাক।অফিসিয়াল নাম হলো Lobaev SVLK-14S।
চার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারবে এই রাইফেল।এটি একটি আল্ট্রা লং রেঞ্জ রাইফেল। কার্বন ফাইবার ও কেভলারের মতো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই রাইফেল।এই রাইফেলের নির্মাতা সংস্থা দাবি করেছে ৪.২ কিলোমিটার দূরে থাকা টার্গেট উড়িয়ে দিতে ইতিমধ্যেই সফল হয়েছে ওই রাইফেল। এই রাইফেলের ওজন ১০ কেজি। দৈর্ঘ্য দেড় মিটার। -৪৫ ডিগ্রি থেকে ৬৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে এটি। এটাই বিশ্বের সবথেকে ভয়ংকর রাইফেল।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮