প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তান, সেখানের একটি মসজিদে প্রবল এই বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, বিস্ফোরণে আহতের সংখ্যা শতাধিক। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে আহতদের।
জানা গিয়েছে, প্রবল এই বিস্ফোরণের পর সম্পূর্ণভাবে ধসে পড়েছে মসজিদটি। যদিও এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠনই। তবে অভিযোগের তির তালিবানদের দিকেই।
সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। আগে থেকেই মসজিদে কে বা কারা কয়েকটি বোমা পেতে রেখেছিল। বিস্ফোরণে মসজিদের ছাদ পুরোপুরি ধসে পড়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় তালেবান এবং আইএস সক্রিয় রয়েছে। ফলে এই সমস্ত জঙ্গি সংগঠনই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান