নেপালের দক্ষিণাঞ্চলে রোববার ভয়াবহ ঝড়বৃষ্টিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এই দুর্যোগে আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ।
সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জনিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় বারা ও পারসা জেলা দুটির একাধিক গ্রামে আঘাত হানে ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত। এতে বারা জেলায় ২৪ জন প্রাণ হারায়। বাকি একজন মারা গেছেন পারসা জেলায়।
তবে পারসা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঝড়ে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কেননা এখনও উদ্ধার তৎপরতা শেষ হয়নি।
ঝড়ে হতাহতদের দুই জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঝড়ের পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নেপালের উদ্ধাকারী দলের সদস্যরা। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে দুর্গত এলাকাগিুলোতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে বেশ কিছু হেলিকপ্টারও।
এদিকে ঝড়বৃষ্টি এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
টুইটে দেয়া ওই বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকের বাজার/এমএইচ