লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পরেছে ইংল্যান্ড, মাত্র ৮৫ রানেই অল আউট।
কদিন আগে যে দলটি বিশ্বচ্যাম্পিয়ন হলো সে ইংল্যান্ড কি না অল আউট হল ৮৫ রানে, তাও আবার আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই আয়ারল্যান্ডই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
আইরিশ বোলিংয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে মাত্র ২৩.৪ ওভার টিকেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস,
গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আইরিশরা প্রথমবারের মতো লর্ডসে নেমেই প্রতিবেশীদের যে এমন হাল করবে তা জানত কে।
টপ অর্ডারে সর্বোচ্চ ২৩ রান এসেছে জো ডেনলির ব্যাট থেকে
৫ উইকেট নিয়েছেন আইরিশ পেসার মারটগ
টেস্টে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে এমন শুরুর পর জয়টা তাই ভীষণ কঠিনই হবে ইংল্যান্ডের জন্য।
অ্যাশেজের আগে এই বিপর্যয় অবশ্যই ভাবাবে ইংলিশদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতিয় ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৯
আজকের বাজার/লুৎফর রহমান