ভয়েস ও ভিডিওকলে নতুন ফিচার আনছে হোয়াটসআপ

ভয়েস ও ভিডিও কলে নতুন সুবিধা চালু করেছে হোয়াটসআপ। নতুন ফিচারে ভয়েস কল থেকে সহজেই যাওয়া যাবে ভিডিও কলে। এছাড়া আরো নতুন নতুন ফিচার আনতে চলেছে ফেসবুক অধীন এ জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যম।
আগে ভয়েস কল থেকে ভিডিও কল করতে চাইলে তাকে আগে লাইন কাটতে হতো। তারপর নতুন করে ভিডিও কল করতে হতো। কিন্তু এখন ভয়েস কল চলাকালীন সহজেই সেই কলকে ভিডিও কলে পরিবর্তন করা যাবে। সূত্র গ্যাজেটস নাউ।
ব্যবহারকারীরা হোয়াটসআপ কল পরিবর্তন একটি লুকানো সুইচ দেখবেন। স্ক্রিণে সেটি টানলে ভয়েস থেকে ভিডিও কলে পরিবর্তন করা যাবে।অপরপাশে ব্যবহারকারি রাজি হলেই পরে ভিডিও কল চালু হবে।
নতুন এই ফিচারটি ইতিমধ্যেই চালু করে দিয়েছে জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যম। তবে এই ফিচারটি পাওয়া যাবে হোয়াটসআপের বেটা সংস্করণে। আর এই ফিচার কার্যকর করতে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ২ দশমিক ১৭ সংস্করণের।
পাশাপাশি গ্রুপ ভিডিও কল, মিউট ভিডিও কল, ভিডিও কল রিজেক্ট অপশন, ও খুব শিগরিই আনতে চলেছে হোয়াটসআপ।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭