চীনা কোম্পানি মেসার্স ওয়াই এন্ড এফ হেলথকেয়ার মেডিকেল সেক্টরে বিবিধ পণ্য উৎপাদন করতে মংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
বুধবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দীন ইসলামের উপস্থিতিতে বেপজা সদস্য জিল্লুর রহমান ও মেসার্স ওয়াই এন্ড এফ হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফেং ইয়েমিং নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, কোম্পানিটি মংলা ইপিজেডে সার্জিকেল পণ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বেপজার মাধ্যমে বাংলাদেশের রফতানি ঝুড়িতে একটি নতুন বহুমুখী পণ্য যোগ হয়েছে।
এই শতভাগ বিদেশি কোম্পানি বার্ষিক ৬ মিলিয়ন পিস পিই স্লীভ এন্ড থাম্ব গাউন, সিপিই সুজ কভার এন্ড থাম্ব গাউন, পিভিসি স্লীভ কভার, ল্যাব কোট, আইসোলেশন গাউন, ডক্টর ক্যাপ, সার্জিকেল গাউন, কভারল্স, স্ক্রাব স্যুট, সার্জিকেল ড্রাপেস এন্ড প্যাক উৎপাদন করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেসার্স ওয়াই এন্ড এফ হেল্থকেয়ার কোম্পানিতে দুই হাজার ৯৩০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা সদস্য মোহাম্মদ ফারুক আলম, মিজানুর রহমান, নাজমা বিনতে আলমগীর ও তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ