মংলা বন্দরে গাড়ি চুরির ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৬ জুন) দুই কর্মকর্তবাকে বরখাস্ত করা হয়।
৫ নম্বর কার ইয়ার্ড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আড়াই কোটি টাকার বিলাসবহুল একটি গড়ি চুরির সাথে জড়িত থাকার দায়ে তাদের বরখাস্ত করা হয়।
সোমবার (৪ জুন) বন্দরের ৫ নম্বর কার ইয়ার্ড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আড়াই কোটি টাকার বিলাসবহুল একটি প্রাডো গাড়ি বের করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।
এ ঘটনায় বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল শাহ মিজানুর রহমান চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরখাস্তকৃতরা হলেন, বন্দর ট্রাফিক ইনচার্জ মিয়া মোহাম্মদ আলী এবং সিনিয়র আউটডোর সহকারী মো. তোফাজ্জেল।
তিনি আরও জানান, সোমবার (৪ জুন) বন্দরের ৫ নম্বর কার ইয়ার্ড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আড়াই কোটি টাকার বিলাসবহুল একটি প্রাডো গাড়ি বের করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।
পরে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জমাকৃত কাগজপত্র মিলিয়ে দেখতে গিয়ে দেখেন সবগুলো কাগজই জাল।
এ ঘটনায় ট্রাফিক (সার্বিক) অফিসার মিজানুর রহমান মঙ্গলবার রাতে মংলা থানায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/এসএম