সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ মিছিল করেন আইনজীবীরা।
এসময় বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ার দেন আইনজীবীরা।
আজকের বাজার/এমএইচ