বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আদালতের রায়ে সেই বাড়ি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ।
রাজউকের পরিচালক খন্দকার ওয়ালিউর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়িতে তাদের অভিযান শুরু হয়।
তিনি বলেন, “এটা রাজউকের সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা দখল করে রেখেছিলেন। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আমরা দখলমুক্ত করতে এসেছি।”
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশও সেখানে উপস্থিত আছে।
মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) গত রোববার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব।
আজকের বাজার : এলকে /এলকে ৭ জুন ২০১৭