মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে এসে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৬০) নামের এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে।

মক্কা হজ অফিসের বুলেটিনের তথ্য মতে, গত ২৩ জুলাই সোমবার মক্কায় মারা যান তিনি।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি জামালপুর জেলায়।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ৫০ হাজার ১০৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনা পৌঁছেছেন।

হজ করতে গিয়ে মক্কায় এখন পর্যন্ত তিন বাংলাদেশি ইন্তেকাল করেছেন।

আজকের বাজার/এমএইচ