মক্কায় আরও এক হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আরও এক বাংলাদেশি হজযাত্রী। মৃত ব্যাক্তির নাম আব্দুস সাত্তার।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সৌদি আরবের মক্কায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছে মক্কাস্থ বাংলাদেশের হজ মিশন।

মৃত আব্দুস সাত্তারের (৬৮) বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামে।তার পাসপোর্ট নং বিএন ০৫৪০০০৮ এবং হজ আইডি নং ০৯৮৩০৮১।

হজ মিশন সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার ডায়াবেটিক্স ও স্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।মক্কার জাওহারা আল সানদাস হোটেলে ইন্তেকাল করেন এই বাংলাদেশি।

আব্দুস সাত্তার গেল ১৪ জুলাই হজ পালনের উদ্দেশ্যে মদীনার জামাত এয়ার ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরব এসেছিলেন।

চলতি বছর হজ পালনে এসে এ পর্যন্ত ২জন বাংলাদেশি মারা গেছেন।

আজকের বাজার/এমএইচ