পাঁচ বছরের শিশু সন্তান মারা যাওয়ার পর স্ত্রীকে হারান তিনি। আর তার একদিন পর আজ (সোমবার) নিজেও চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের অধীনে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান একেএম শহীদুল রনি (৪০) নামের ওই ব্যক্তি।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, শহীদুলের শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ঘটনার দিন অগ্নিদগ্ধ হয়ে তার ছেলে একেএম রুশদীর (৫) মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মগবাজারে পাঁচতলা একটি ভবনের নিচতলায় অবস্থিত গ্যারেজ থেকে লাগা আগুনে রুশদীসহ ৩ জনের মৃত্যু হয় এবং ৫ জন দগ্ধ হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন