রাজধানীর মগবাজারের দিলু রোডে বিয়ের অনুষ্ঠানে এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবা তুলা মিয়া (৪৭) নিহত হয়েছেন। ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরে দেড়টায় দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের বাসায় ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় এক যুবক ঢুকে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে ছুরিকাঘাত করে। কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে ওই যুবক। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেয়া হলে তুলা মিয়া মারা যান।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ঘাতক যুবকের নাম সজিব আহমেদ রকি। তার সঙ্গে কনে ফাতেমা আক্তার স্বপ্নার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় মামলাও হয়েছিল। ওই মামলায় রকি জেল খেটে এক মাস আগে বের হয়। স্বপ্নার বাবা-মা অন্য জায়গায় বিয়ে দেয়ায় সে এ কাজ করেছে।
আজকের বাজার/এমএইচ