মঙ্গলবার ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৬ফেব্রুয়ারি শুরু থেকেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের প্রথম এক ঘণ্টায় ১২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২১ পয়েন্টে।

এসময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছ ২৯টির দর। এক ঘণ্টায় ১০ মিনিটে ডিএসইতে ৯৮ কোটি লেনদেন হয়েছে।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শত পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১০, সিএসই-৩০ সূচক ৭০, সিএসসিএক্স ৬২ ও সিএসআই ৩ পয়েন্ট বেড়েছে। এ সময় সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছ ১৯টির। এক ঘণ্টায় সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৫ লাখ টাকার।

আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮