হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার ০১ আগস্ট থেকে কমছে বাসাবাড়ির গ্যাসের দাম। এক চুলা ৭৫০ এবং দুই চুলা ৮০০ টাকা কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসাবাড়িতে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম পুননির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের দাম পুননির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এক চলার জন্যে ৭৫০ টাকা ও দুই চুলার জন্যে ৮০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই মূল্য কার্যকর করা হবে জানানো হয়।
আজকের বাজার: আরআর/ ০১ আগস্ট ২০১৭