মঙ্গলবার-বুধবার পুঁজিবাজার বন্ধ

ছবি : ইন্টারনেট

মহান মে দিবস ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে আগামীকাল ১ মে মঙ্গলবার ও ২ মে, বুধবার বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল  মে দিবস উপলক্ষ্যে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইভাবে বুধবার শব-ই-বরাত উপলক্ষ্যে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই দুই দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে। এসময় পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

আগামী ৩ মে থেকে পুনরায় লেনদেন চালু হবে।