মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করবেন সুইস প্রেসিডেন্ট

ঢাকায় সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আজ মঙ্গলবার ৬ফেব্রুয়ারি কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।

প্রেসিডেন্ট এ্যালেন বেরসে সকাল সাড়ে ১১ টায় কুতপালং রোহিঙ্গা ক্যাম্প যাবেন এবং দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন।

এরআগে ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইস প্রেসিডেন্ট চলমান রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশের জন্য বাংলাদেশে সরকারি সফর করছেন। তিনি কুতপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করবেন।
সুইস প্রেসিডেন্ট বিকেল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮