প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার তার সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। এই সংবাদ সম্মেলন বিকেল সাড়ে ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ একথা জানিয়েছেন।
উল্লেখ, এ মাসের ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন।
সফরে দুই দেশের মধ্যে ৩৪টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।