মঙ্গলবার ২ জানুয়ারি পালন করা হবে সুপ্রিম কোর্ট দিবস। দিনটি উপলক্ষে সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত থাকবেন। ওই আলোচনা সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।
প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হলেও এবার এ সময়ে অবকাশকালীন ছুটি থাকায় তা ২ জানুয়ারি করা হচ্ছে। গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।
আজকের বাজার : এলকে/ ২ জানুয়ারি ২০১৮