এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে মঙ্গলিয়াকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে আসরে শিরোপার লড়াইয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করে রাখলো লাল সবুজরা।
শ্রীলঙ্কার কলম্বোতে দুপুর ১টা ৫৫ মিনিটে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম সেটে লড়াই করে ২৫-২২ পয়েন্টে নিজেদের প্রথম সেট এবং ২৫-২৩ পয়েন্টে দ্বিতীয় সেট লুফে নেয় হরষিতরা। তৃতীয় সেটে দারুণ ফর্মে ফিরে মঙ্গলিয়া ২৫-২৩ পয়েন্টে হরসিতদের উল্লাস কে রুখে দিয়ে তৃতীয় সেট টি লুফে নেয়। চতুর্থ সেটে বাংলাদেশ দল মঙ্গলিয়া কে ২৫-১৯ সেটে উড়িয়ে দিয়ে ৩-১ সেটে মঙ্গলিয়াকে পরাজিত করে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে।
আজকের বাজার/এমএইচ