চাঁদ ও মঙ্গলের মাটিতে ফলতে পারে ফসল। চাষাবাদের জন্য এই দুই গ্রহের মাটি যথেষ্ট উপযোগী বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। ইতিমধ্যে মঙ্গলের মাটিতে ফসল ফলিয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে যাতে ফলন ভালো হয় চলছে তার পক্রিয়া। পৃথিবীতে ফসল উৎপাদন না হলে, ভবিষ্যতে উপগ্রহে উৎপন্ন ফসল আমদানি করা হবে পৃথিবীতে। সেই লক্ষ্যে পৌঁছাতে দিন রাত এক করে চলছে গবেষণা।
মঙ্গল ও চাঁদের মাটিতে ফসল উৎপন্ন করার কাজে মন দিয়েছে নেদারল্যান্ডের ওয়াজেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের গবেষকরা। তারা জানিয়েছে, মঙ্গল ও চাঁদের মাটিতে বীজ বপন করে শস্য উৎপাদন করা সম্ভব। মঙ্গল ও চাঁদ থেকে সংগৃহীত মাটির মধ্যে প্রথমে টমোটো চাষ করা হয়, দেখা যায় ফলন ভালো হয়েছে। এরপরই মঙ্গলের মাটি দিয়ে বানানো বাগানে শাক সবজি, মুলা, পেঁয়াজ জাতীয় ফসল ও মটরশুঁটি চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ১০ টি শস্যের মধ্যে নয়টি শস্যের ফলন ভালো হয়েছে।
গবেষণা এখনও চলমান রয়েছে। চূড়ান্ত ফলাফলের কথা জানানো হয়নি সম্ভাবনার কথা বলেছেন বিজ্ঞানীরা।
আজকের বাজার/লুৎফর রহমান