মঙ্গল শোভাযাত্রায় কোনো মুখোশ পরা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হবে। নববর্ষের অনুষ্ঠানে ইভটিজিংসহ সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, নববর্ষ উপলক্ষে কূটনৈতিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেখানে অনুষ্ঠান হবে সেখানে কঠোর নজরদারী থাকবে। অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো নাশকতার খবর তারা পাননি। তবে নাশকতার বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো। কঠোর গোয়েন্দা নজরদারী থাকবে।
আজকের বাজার/এমএইচ