মঙ্গোলিয়ায় বন্যায় নিহত ৪৮

মঙ্গোলিয়ায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্ট বন্যায় শিশুসহ ৪৮ নিহত হয়েছেন। খবর সিনহুয়ার।

বুধবার (১৮ জুলাই) মঙ্গোলিয়ার কর্মকর্তারা এসব তথ্য জানান।

এছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানে ১৮৫টি বাড়িঘরের ৬শ’রও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল।

এদিকে দেশটির আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বড়ো বড়ো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে। এছাড়া ওইসব অঞ্চলে আরো বৃষ্টিপাতেরও আশংকা করছে আবহাওয়া অফিস।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যায় ৪৮ জন মারা গেছে। এদের মধ্যে ৯ শিশুও রয়েছে।

আজকের বাজার/একেএ