মজহার উদ্ধার: আছেন আদাবর থানায়,কিছুক্ষণের মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর

যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার হওয়া কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে ঢাকার আদাবর থানায় আনা হয়েছে। আজ ৪ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে থানায় নেওয়া হয় তাকে।

ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারসহ, তাদের স্বজনেরা আদাবর থানায় হাজির হয়েছেন। ফরিদা আখতার জানান, ফরহাদ মজহারকে পরিবারের কাছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আদাবর থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল ফরহাদ মজহারকে ঢাকায় নিয়ে এসেছে। তাকে আদাবর থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ায় রাতেই ফরহাদ মজহারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার করার পর গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনার ফুলতলা থানায় সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানিয়েছিলেন, অপহরণ নয়; স্বেচ্ছায় ভ্রমণে ছিলেন ফরহাদ মজহার। তার ব্যাগে মোবাইল ফোনের চার্জার, শার্টসহ বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস পাওয়া গেছে। ব্যাগ দেখে বোঝা যাচ্ছে, স্বেচ্ছায় ভ্রমণে এসেছেন তিনি। ফরহাদ মজহার সুস্থ আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, অপহরণ নাটক সাজানো হয়েছিল বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরের দিকে ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে রাজধানীর আদাবর থানায় অভিযোগ করা হয়েছিল, ভোর ৪টার দিকে একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান লেখক ফরহাদ মজহার। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এরপর মোবাইল ফোন নাম্বার ট্র্যাকের মাধ্যমে ফরহাদ মজহারের সন্ধানে অভিযান অভিযান শুরু করে র‍্যাব ও পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফরহাদ মজহারের খোঁজে খুলনায় অভিযান শুরু করে র‍্যাব-৬। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ফোন নাম্বার ট্র্যাক করে জেনেছেন, ফরহাদ মজহার খুলনায় অবস্থান করছেন। রাত ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেছিল র‍্যাব। এরপর রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে ‘উদ্ধার’ করা হয়।

আজকের বাজার: এলকে/এলকে ৪ জুলাই ২০১৭