আগের বিতর্কের রেশ কাটার আগেই নতুন করে চর্চায় রাণু মণ্ডল। মঞ্চে পারফর্মেন্স করতে উঠে গান-ই ভুলে গেলেন গায়িকা! তাও আবার হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট গান।
ব্যস, সেই ভিডিও চাউর হতেই লুফে নিয়েছে নেটিজেন। ফের সকলের হাসির-উপহাসের পাত্র রাণু। মিম বানিয়েও ছাড়া হয়েছে সব জায়গায়। তাঁর গলা সবাই শুনবতে চায়। তাই নানা জায়গা,রিয়েলিটি শো থেকে ডাক পাচ্ছেন রাণু। সেরকমই একটি রিএলিটি শো-এর মঞ্চে ঘটে এত বড়ো বিপত্তি।
শো-এর শেষে রাণুকে গাইতে অনুরোধ করেন সঞ্চালক-সাংবাদিক বরখা দত্ত। হাতে মাইক নিয়ে নিজেই বলেন রাণু, হিমেশের সঙ্গে তাঁর ডুয়েট গান গাইবেন। বরখা সম্মতি জানালে মাইক হাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন রাণু। তারপর মাইক হাতেই বলে ওঠেন, 'ওহ মাই গড, গান ভুলে গেছি!'
আজকের বাজার/লুৎফর রহমান