সৌদির প্রভাবশালী সাময়িকী ভোগের প্রচ্ছদে মডেল হয়েছেন সৌদি আরবের প্রয়াত বাদশা আবদুল্লাহর মেয়ে প্রিন্সেস হায়ফা।
ভোগ অ্যারাবিয়ার প্রচ্ছেদে দেখা যায়, সাদা জামা, এর সঙ্গে মিলিয়ে হেডস্কার্ফ পরে গাড়িচালকের আসনে বসে আছেন প্রিন্সেস।
ভোগ অ্যারাবিয়ার এডিটর-ইন-চিফ ম্যানুয়েল আরনাউত বলেন, ‘হার রয়্যাল হাইনেস (প্রিন্সেস হায়ফা) উদার নারী। তিনি একজন সত্যিকারের মার্জিত ও অভিজাত মানুষ। তাঁর বাবা প্রয়াত বাদশাহ আবদুল্লাহ, যাঁকে সৌদি আরবের সবাই ভালোবাসে।’
এডিটর-ইন-চিফ বলেন, ‘তিন সন্তানের মা প্রিন্সেস তাঁর জীবন উৎসর্গ করেছেন পরিবার ও শিল্পচর্চায়।’ তিনি বলেন, ‘তিনি আমাদের জুন সংখ্যার প্রচ্ছদে মডেল হওয়ার আমন্ত্রণ গ্রহণ করায় আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, এই অঞ্চলের মানুষ বেশ করেই জানে যে সৌদি আরবের ক্ষমতাসীন পরিবারের কেউই জনসমক্ষে আসেন না।
আরজেড/