মতিঝিলে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

ছবি : ইন্টারনেট

মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ঠিক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সহকর্মী হৃদয় হোসেন জানান, তাঁরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন। আজ সকালে একটি এসি ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় তিনজন দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে রমজানের আঘাত বেশি।’

আরজেড/