রাজধানীর মতিঝিলে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত দুইজন।
বুধবার (১ মে) ভোর রাত ৩টার দিকে মতিঝিলের চানমারিবাগ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির শ্রমিক। আহতরা হলেন, জুব্বা আলী (৪০) ও ইলিয়াছ আলী (৪৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার জানায়, বুধবার ভোর রাতে চানমারিবাগ এলাকায় একটি কাভার্ডভ্যান ও একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা শ্রমিক আবুল কাশেম গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কাশেমের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি বলেও জানান এসআই।
এই ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।