ভারতের দিল্লিতে মদের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যের ওপর ৭০ শতাংশ বিশেষ করোনা কর আরোপ করা হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তি এই কর আরোপের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার থেকেই এটি কার্যকর করা হয়েছে। লকডাউন শিথিল হওয়ায় বিভিন্ন রাজ্যে মদের দোকান খুলে দেয়ার পর থেকেই বেড়েছে ক্রেতাদের ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকছেন ক্রেতারা।
আর উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পরিস্থিতি সামাল দিতেই মদের ওপর বিশেষ কর বসিয়েছে দিল্লি সরকার।
ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও কম সংক্রমিত এলাকাগুলোতে মদের দোকান চালু করার ঘোষণা দেয়া হয়। আর এরপর সোমবার বিভিন্ন রাজ্যে দোকান খোলার পর থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। অধিকাংশ জায়গাতেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধি।