মদ খেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অশোকনগর বড় বামুনিয়ায় মদ খেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুরজিৎ দেবকে নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গেছে, গত রোববার রাতে বড় বামুনিয়ায় নিজের বাড়ির বেডরুমে স্বামী-স্বামীর ও বন্ধু সুরজিৎ দেবকে নিয়ে মদ খাওয়ার আসরে হাজির হয়েছিলেন নির্যাতিতা সেই মহিলা।

কিছুক্ষণ পরই মদের নেশায় সেই মহিলার স্বামী বেহুঁশ হয়ে পড়েন। তখনই সুরজিৎ তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে সেই গৃহবধূ।

সোমবার অশোনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরে সুরজিৎকে পুলিশ গ্রেফতার করে।

আরএম/