কক্সবাজারে বেড়াতে যান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু। শুক্রবার তারা সাগরপাড়ের একটি হোটেলের কড়গ ভাড়া নিয়ে মদ পানে মত্ত হন। তবে মদ পানই দুইজনের জীবনের সীমারেখা থেমে যাবে বলে ভাবেননি। গত দুই দিনে চার বন্ধুর মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করেছেন দুই বন্ধু।
রোববার কক্সবাজার সদর হাসপাতালে আবির রহমান রুমি ও রাজধানীতে মোহাম্মদ আরেফিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির। তিনি জানান, চার বন্ধু অসুস্থ হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবির রহমান রুমির মৃত্যু হলে তাৎক্ষণিক বাকিদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আরেফিন মারা যান। এছাড়া মুনতাসির তাহামিদ নিসর্গ নামের আরেক ছাত্রের অবস্থা গুরুতর রয়েছে।
এদিকে মদ পানের কারণে চার শিক্ষার্থী অসুস্থ হন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুম খান।
আজকের বাজার/এমএইচ