টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার ৩০জানুয়ারি সকাল সোয়া ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিময় সার্ভিসের বাসটি ধনবাড়ী থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে আসার পর মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ ফুট গভীরে পাশে বংশাই নদীতে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ ৪০ জন আহত হয়। খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দু'টি দল ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ।
আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮